নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশে এখনও হয়ে উঠেনি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৬) অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে ‘ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনায় এমন কথা বলেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন,বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, এতে তারা সাড়া দেয়নি। তিনি আরও বলেন আমাদের বিষয়টা হচ্ছে আন্তরিক যে পরিবেশ অনুকূল হয়ে উঠুক। এজন্য সবাইকে আহবান করে যাচ্ছি ও সংলাপ করছি। যারা নির্বাচনে আসতে চায় না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারি পত্র দিয়েছি কিন্তুু সাড়া পাইনি। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন ইসির উর্ধ্বতন কর্মকতা, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ আরও অনেকে।