২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখ এবং যাচাই- বাচাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩ইং তারিখের মধ্যে। এতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ অনুষ্ঠিত ২০২৪ সালের ৭ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার ভাষনে সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দূঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। এর আগে বিকাল ৫ টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬ তম বৈঠক বসেন নির্বাচন কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়। এ সময় বৈঠকে নির্বাচন কমিশণার ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
Notifications