1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

Translate in

এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ট্রাক্টর শ্রমিকের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে লাশবাহী এম্বুলেন্সের ধাক্কায় ময়নাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে,আহত হয়েছেন আরো ৩ জন। ২৮ নভেম্বর(মঙ্গলবার) ভোর সাড়ে ৫ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর চাপানগর পূর্ব পাড়া বাইতুল সালাম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নাল হোসেন(৩০) দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড সাইলচর গ্রামের মো.বাচ্চুর মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টরের হেলপার ছিলেন। আহতরা হলেন- এম্বুলেন্সের ভিতরে লাশের সাথে থাকা কসবা উপজেলার মনকাশাইর গ্রামের মো.রবিউল (২৩), শিউলি বেগম(৪৫), জেসমিন (৪৭)। নিহত ময়নাল হোসেনের বাবা বাচ্চু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় মো.কবির হোসেন ও মসজিদে ফজর নামাজ পড়তে আসা মুসুল্লিরা জানান,কুমিল্লা সিলেট আন্ঝলিক মহাসড়কে হঠাৎ বিকট শব্দ শুনে মসজিদ থেকে বের হয়ে দেখতে পায় ঢাকা মেট্রো-ছ,৭১- ৪১৩৫ নম্বরের এম্বুলেন্সটি গাছের সাথে লেগে আছে, এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান। পাশে থাকায় ডুবায় নিহত ময়নাল হোসেনের লাশ পড়ে আছে। পরে উপস্থিত স্থানীয়রা এম্বুলেন্সের ভিতরে থাকা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে এবং মিরপুর হাইওয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে এম্বুলেন্স থাকা লাশটি সনাক্ত করে ও দুর্ঘটনায় নিহত মো. ময়নাল হোসেন (৩০) এর লাশ উদ্ধার করে নিয়ে যায়। এম্বুলেন্সে থাকা লাশের পরিচয় জানতে চাইলে, লাশের সাথে থাকা রবিউল বলেন তার ভাই রানার স্ত্রী শামসুন নাহার( ৩০) হঠাৎ অসুস্থ হলে কুমিল্লা হাপাতালে নিয়ে যায়, পরে শামসুন নাহার(৩০) মারা গেলে তাকে এম্বুলেন্স করে নিজ বাড়ি কসবা উপজেলার মনকাশাইর গ্রামে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। হাইওয়ে পুলিশের এসআই বেনু জানান ভোর সাড়ে ৫ টায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশবাহী এম্বুলেন্স ও দুর্ঘটনায় নিহত ময়নাল হোসেনের লাশ উদ্ধার করে নিয়ে যান। মিরপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মন্জুরুল আফসার বলেন- সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০