1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নালায় মাছ ধরতে মিলল পুলিশের লুট হওয়া শটগান দেশে ফিরেই বিমান বন্দরে গ্রেফতার হলেন দেবীদ্বার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন নোয়াখালীতে আগুনে পুড়ে মরল ৩ গরু কুমিল্লা নগরীর যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১০ পৃথিবীর ইতিহাসে হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছে- নায়েবে আমীর মজিবুর রহমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে গোমতী মাদক বিরোধী সংগঠন দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জনের মৃত্যু দেবীদ্বারে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ দেবীদ্বারে কৃষকদের আগ্রহ বাড়াতে আবাদ হচ্ছে ব্রি ধান-১০২ মারা গেলেন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাবেক সাংসদ কর্নেল কাদের খান 

Translate in

কুমিল্লার ১১ টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা। এসময় কুমিল্লার ১১টি আসনের প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী কুমিল্লায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন – কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে এটিএম মনজুরুল ইসলাম, কুমিলা-৩ (মুরাদনগর) আসনে মোঃআলমগীর হোসেন, কুমিল্লা -৪ (মুরাদনগর) আসনে এডভোকেট ইউসুফ আজগর, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মোহাম্মদ জাহাঙ্গী আলম, কুমিল্লা-৬ (সদর) আসনে এয়ার আহমেদ সেলিম (এ আসনে বিকল্প প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহনের নামও ঘোষণা করা হয়েছে) কুমিল্লা- (চান্দিনা) আসনে ৭ লুৎফর রেজা খোকন, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে এইচ এম ইফরান, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রফেসর ড. গোলাম মোস্তফা, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে জোনাকি মুনশী এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোস্তফা কামাল।
দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা নিজস্ব এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আছে, সর্বোপরি দলের প্রতি একনিষ্ঠ- তাদের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ২৪ নভেম্বর। এবার দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
এদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার পর মো: আমির হোসেন ভূঁইয়া বলেন, দল আমাকে যে আশায় ও প্রত্যাশায় লাঙ্গল আমার হাতে তুলে দিয়েছেন। আমি আশা করি দাউদকান্দি তিতাসের জাতীয় পার্টি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০