চট্টগ্রাম প্রতিনিধি //
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) / সকাল ১০ টায় তানভীর কোচিং সেন্টার, চট্টেশ্বরী রোড, গুলজার মোড়,চকবাজার চট্টগ্রাম,বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন এর চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির মিটআপ সম্পূর্ণ হয়। এতে কমিটির আহবায়ক নাহিম আক্তারের সভাপতিত্বে রোটারিয়ান শাদ ইরশাদ ও রুবি আক্তার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানভীরুল হক, উপদেষ্টা, চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি, এবং মিটআপ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন, মডারেটর ও আহ্বায়ক বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন (প্রবাসী) বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আজিজুর রহমান আজিজ, যিনি বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন পরিবর্তন করে চলছেন।আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জীবন গড়ার লক্ষে বাংলাদেশের ৬৪ জেলা এবং প্রবাসী দের কে সাথে নিয়ে কমিটি গঠন করে।
তার ধারাবাহিকতায় জনাব আজিজুর রহমান আজিজ এর নির্দেশনা চট্টগ্রাম জেলা মিটআপের আয়োজন করেন এতে প্লাটফর্ম এর লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিষয়,যেমন বিসিক অফিস কতৃক ও যুব উন্নয়ন কর্তৃক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার কথাও তুলে ধরা হয়।এবং জেলা কমিটির সদস্য ভাই বোনদের সকল প্রকার ব্যবসায়িক সেবা দেওয়ার জন্য আশস্ত করা হয়। উক্ত মিটআপ এ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানের সদস্য ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।সবাই নিজের এগিয়ে যাও নিয়ে কথা বলে সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।এবং প্লাটফর্ম এর এডমিন ও মডারেটর দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কারন যারা একসময় অলস সময় কাটিয়ে দিন পার করতেন আজ নিজে স্বপ্ন দেখেন উদ্যােক্তা হওয়ার এবং সংসারে নিজে কিছু দেওয়ার আনন্দটুকু অন্য রকম। আগের মত হাত পেতে টাকা চেয়ে নিতে হয় না।দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।