সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার( ১৬ ডিসেম্বর) দিন ব্যাপী দেবীদ্বারে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। ৫৩ বছর পূর্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ৯ মাস রক্তক্ষয়ী যোদ্ধের পর ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে বাংলার শোষিত মানুষ পেয়েছি এ বিজয়ের আনন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে,নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় ভোর সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের উদযাপন কার্যক্রম শুরু করা হয়। উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে উপজেলা আ’লীগের নেতাকর্মী বিভিন্ন পেশাজীবির মানুষ,স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ পুষ্পস্তবক অর্পণ করেন, শেষে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তলন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীদের কুচকাওয়াজ প্রদর্শনী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি), ভারপাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, সাবেক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম,দেবীদ্বার- ব্রাহ্মণপাড়া সার্কেল (এএসপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া,কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, জেলা উত্তর পরিষদ সদস্য শিরিন সুলতানা,উপজেলা আ’লীগের সভাপতি মো. শফি উদ্দীন শফি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষায়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারসহ, আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করা হয়।