1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

Translate in

পেট্রোল ঢেলে স্বতন্ত্র প্রার্থীর আত্মহত্যার হুমকি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪১ বার দেখা হয়েছে
  • সুলতান মাহমুদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
সোমবার ১৮ ডিসেম্বর ) প্রতীক বরাদ্দর পর বিকেল ৫ দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানো কে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকের হামলায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের কাঁচি মার্কার ৮ জন কর্মী সমর্থককে আহত করার প্রতিবাদে ঐ দিনই রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির সময় ঐ স্বতন্ত্র প্রার্থী অবসর এসব কথা বলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কার নেতাকর্মীদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। রিটার্নিং কর্মকর্তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০