জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীলীগ ১১টিতেই দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও নৌকার মাঝি হিসেবে বিজয়ী হতে পেরেছে ৭জন। আর ৪টি জয়লাভ করেছেন আওয়ামী স্বতন্ত্র প্রার্থীরা। কুমিল্লায় এবারের নব নির্বাচিত ১১জন এমপির মধ্যে ৬জনই প্রথম বারের মত এবার সংসদে যাবেন। পুরনো এমপিদের মধ্যে এবার নির্বাচিত হতে পেরেছেন ৫জন। বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফল থেকে এ তথা জানা গেছে। জানা যায়, কুমিল্লা ১ দাউদকান্দি-তিতাস আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। কুমিল্লা-২ হোমনা ও মেঘনা আসনে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মজিদ। কুমিল্লা- ৩ মুরাদনগরেও স্বতন্ত্র নির্বাচন করে প্রথম বারের মত এমপি হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। কুমিল্লা-৪ দেবিদ্বারেও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ,কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মনপাড়া আসনেও স্বতন্ত্র থেকে প্রথম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগ সদস্য আবু জাহের, কুমিল্লা-৬ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজি আ ক ম বাহা উদ্দিন বাহার। কুমিল্লা-৭ চান্দিনা আসনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন ডা. প্রান গোপাল দত্ত্ব ।কুমিল্লা-৮ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা-১০ নাঙ্গলকোট,সদর দক্ষিণ ও লালমাই আসনে নৌকা প্রতীক নিয়ে পঞ্চম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন অর্থ মন্ত্রী আ ফ ম মোস্তাফা কামাল এবং কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে পঞ্চম বারের মত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।