(তিতাস-কুমিল্লা)প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে ১৩ মাসের সাজা প্রাপ্ত আসামী রফিকুল ইসলাম (৩৮) গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও উপসহকারী পরিদর্শক (এএসআই) মো.শাজাহান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দদাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করেন। সে উপজেলার শাহপুর গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে। তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলায় আসামী রফিকুল ইসলামের ১৩ মাসের সাজা হয়েছে। পাশাপাশি অর্থ জরিমানা করেছে আদালত। মামলা দুটি হলো সি আর মামলা নং- ৯৪৫/১৬, এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এগারো লাখ পয়ত্রিশ হাজার টাকা জরিমানা। অপর মামলা সি আর নং-৬০৭/১৭, এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ আটাশি হাজার টাকা জরিমানা। এই রায় এর পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলো। পরে গতকাল রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।