1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

Translate in

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় হলেন অতিরিক্ত আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
১৮ ফেব্রুয়ারি(রবিবার )স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুব রহমান শেখের স্বাক্ষরিত আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ১৪ জনের মধ্যে চার জনকে সরাসরি ও ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি খন্দকার লুৎফুল কবির,অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভুঞা ও পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে সরাসরি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, ট্রেনিং ড্রাইভিং স্কুল এর কমান্ড্যান্ট ময়নুল ইসলাম, স্পেশ্যাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ানের ডিআইজি গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির ডিআইজি কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের ডিআইজি বশির আহাম্মদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আনোয়ার হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খন্দকার মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে সুপার নিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০