1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

নরসিংদীতে জ্যান্ত কৈ মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৯ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাছ ধরার সময় গলার ভেতরে জ্যান্ত কৈ মাছ ঢুকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া কৃষকের নাম মিয়া চান (৪৮)। তিনি একই এলাকার মৃত তারব আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে শিলা বৃষ্টি সহ প্রচণ্ড ঝড়–বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় বাড়ির পাশে নালাটিতে মাছ আসে। বুধবার কাল বৈশাখী শুরু হলে ওই নালায় ও কৃষি জমিতে কৈ মাছ লাফালাফি করছিল। রাত আটটার দিকে একাই সেখানে হাতিয়ে কৈ মাছ ধরতে যান মিয়া চান। এ সময় একটি কৈ তার হাতে ধরা পড়ে। তবে মাছ রাখার কোনো পাত্র সঙ্গে না থাকায় কই মাছটি মুখে কামড়ে আটকে রেখে আরেকটি মাছ ধরার চেষ্টা করছিলেন। এর মধ্যে কৈ মাছটি তার মুখের ভেতর ঢুকে গিয়ে গলায় আটকে যায়। তিনি চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে মিয়া চানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কৃষক মিয়া চানের দুই ছেলে কাইয়ুম মিয়া ও ইব্রাহীম মিয়া বলেন, গলায় আটকে যাওয়া কৈ মাছটি বের করে আনা সম্ভব হয়নি।
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওছার আহমেদ বলেন, গলায় জ্যান্ত কৈ মাছ আটকে কৃষক মিয়া চানের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে লাশ নিয়ে বাড়িতে ফিরেছেন তার স্বজনেরা। এটি দুর্ঘটনা। এমন মৃত্যু দুর্ভাগ্যজনক।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাসার বলেন, গতকাল রাতে মিয়া চান নামের একজন রোগীকে তার স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০