নিজস্ব প্রতিবেদক //
দেবীদ্বারে ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন বাংলাদেশে প্রথম পুরুষ গাইনী ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। শনিবার সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন। তিনি বলেন-গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ ইং তারিখ, বি সি পি এস এর এফ সি পি এস পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনিষ্টিটিউটে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার থানাগেইট মীর্জা ভবনে স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক প্রবীণ চিকিৎসক ডাঃ সামসুল হক’র সভাপতিত্বে এবং ডাঃ মোঃ মোখলেসুর রহমান’র সঞ্চালনায় ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতনকে তার জন্মস্থান নিজ মীর্জা ভবনে প্রথম অানুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় ডাঃ মীর্জা মোঃ আসাদুজ্জামান রতন বলেন, এ কৃতিত্ব আমার নয়, এটি এদেশের আপামর জনসাধারনের। আমি যেন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।