নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা বরুড়ায় গলায় ফাঁস দিয়ে অটোচালক ও বিষ পানে কিশোর’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় বরুড়া থানার এসআই মেহেদী হাসান ও এসআই রাশেদুল ইসলাম -খবর পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে উভয় আত্মহত্যার ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করেন। সুরতহাল তৈরি করে লাঁশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।তবে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে বলে থানা পুলিশ জানান। স্থানীয়দের সৃত্রে জানা যায়- রবিবার(২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মোঃ জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের নিজ ঘরে তার ঝুলন্ত লাঁশ দেখে পরিবারের লোক সুরচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বাবা-মায়ের সাথে অভিমান করে জহিরুল রাতে সবার অজান্তে নিজ ঘরে সিলিং ফ্যানে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে পরিবারের লোকজন তাকে ঝুঁলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জহিরুল ইসলাম বিবাহিত ছিলেন। তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। অপর দিকে একই উপজেলার ঝলম ইউনিয়নের জুগিমেহের গ্রামের অলি মিয়ার ছেলে মোঃ জাহিদ হোসেন (১৯) নামের এক কিশোর শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে পূর্বে বিয়ে করেছিলো।পুলিশ ও স্থানীয় সৃত্রে জানান- বিষপানে কেন আত্নহত্যা করেছে, এ ব্যাপারে কিছু জানা যায়নি।