নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হন। যাদের মধ্যে এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৭ জনকে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খায়রুল ইসলামের সহধর্মিণী মোসা. নিলুফা (৫০) ও তার নাতি ৫ বছরের শিশু সিয়াম। এছাড়াও নিহতের মধ্যে একই পরিবারের চারজন পর্যন্ত রয়েছে বলে জানা গেছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর সোয়া ২টার পর শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে পাকা দশরশিয়া যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে যানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ ও দমকল কর্মীদের টিম পাঠানো হয়। ওসি বলেন, সাড়ে ৫টা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা পদ্মায় তল্লাশী করে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। আর লাশ পাওয়া গেছে চারজনের। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১০ থেকে ১২ জন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তল্লাশী অব্যাহত রেখেছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। ঘটনাস্থলে শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।