1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

Translate in

ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শান্ত চন্দ্র দাস বিপ্লব (২৫) জেলার সেনবাগের ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে এবং সে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ করত।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শান্ত বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ বেপারী বাড়ির পাশে ওয়াইফাই সংযোগ দিতে যায়। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০