কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে রাফসানা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফসানা ওই এলাকার সোহেল রানার মেয়ে।
পুকুরে ডুবে রাফসানার মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি। তিনি বলেন, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগে রাফসানার মৃত্যু হয়।
রাফসানার পরিবার জানায়, আজ সকালে রাফসানা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, রাফসানা সম্পর্কে আমার নাতনি। আজ সকালে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘আপনাদের কাছে শুনলাম। থানা-পুলিশকে কেউ এ বিষয় জানাননি।’