1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১ ২০ ক্যান্সারে আক্রান্ত রোগী পেলেন আর্থিক সহযোগীতা ও ক্যান্সার প্রতিরোধক ফলদ বৃক্ষের চারা দেবীদ্বারে বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১ আহত ৩ পলাশবাড়ীতে সাসেক প্রকল্পে ফুটপাত বেদখল: ভোগান্তিতে সর্বস্তরের মানুষ গাইবান্ধার সাবেক এমপি শাহ সরোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান কুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দেবীদ্বারে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত ৫০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মিমাংসায় ডাকা সালিসে পুন:রায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত: উভয় পক্ষের ৫০ জন আহত হন। হামলা চলাকালে দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে ধামতী গ্রামের দক্ষিণখার এলাকায় শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়।
স্থানীয়রা জানান, গত প্রায় এক মাস পূর্বে ধামতী গ্রামের মৃত: আব্দুল বারেক’র ছেলে মো. হবি(২৪) দুয়ারিয়া গ্রামে জুয়া খেলার সময় স্থানীয়রা তাকে মারধর করে। ধামতী গ্রামবাসী জুয়া খেলার অপরাধে হবির বিরুদ্ধে গ্রাম্য সালিস ডাকা হয়। ওই সালিসে হবিকে মারধর করে আর ভবিষ্যতে মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত থাকার রায় দেন বিচারক মো. সফিকুল ইসলাম ও সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া, শাহজাহান কবিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত হবির বাড়ির লোকজন দুয়ারিয়া গ্রামের জুয়ারীদেরও বিচার দাবী করেন। তখন সালিসদাররা বলেন, দুয়ারীয়া গ্রামের জুয়ারীদের বিচার আমরা করতে পারবনা, ওই গ্রামের লোকজনই তাদের বিচার করবে। এনিয়ে হবির পক্ষে কোরেরপাড় এলাকার লোকজন ও লতিফের বাড়ির লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনায় দুই বাড়ির লোকদের মধ্যে গত একমাস ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ অপর পক্ষকে পেলেই মারধর করে আসছে।
কোরের পাড় ও লতিফের বাড়ির বিরোধ নিষ্পত্তিতে আজ সালিস হওয়া কথা থাকলেও সালিস বসার পূর্বেই দু’পক্ষের লোকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর ও দোকানপাঠ ভাংচুর লুটপাট করা হয়। এতে অন্তত: উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্তনে আনে।
আহতরা হলেন, ধামতী গ্রামের কোরেরপাড় এলাকার মো. ইউনুস(৫৪), গিয়াস উদ্দিন(২৮), মো. ইয়াছিন(২২), মো. গিয়াস উদ্দিন(৩২), মো. রাসেল(২৮), ফেরদৌসী বেগম(৩৩), শরীফ(২৮), হনুফা বেগম(২৫), আশরাফুল(২৮), মৌসুমী(২৫), ফাহিম(১৬)সহ ১১ জন এবং অপর পক্ষ আব্দুল লতিফের বাড়ির দিলু মিয়া(৫০), সোহেল রানা(২৫), ইসমাইল হোসেন(২২), সেলিম মিয়া(৩০), বিল্লাল হোসেন(৪০), মনির হোসেন(৪০), সাইদুল ইসলাম(২২), মিজানুর রহমান(৪০), সিরাজুল ইসলাম(৩৮), আবু তাহের (৪০)সহ ১০জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ খালিদ সাইফুল্লাহ শুক্রবার বিকেল ৫টায় জানান, ওই সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই এখনো থানায় মামলা করেনি। কি কারনে সংর্ঘষ বাঁধে তা এখনো জানতে পারি নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০