হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অসহায় শাররীক প্রতিবন্ধী আপন দুই ভাই-বোন দুলাল হোসেন (২৬) ও মনোয়ারা বেগম (৩২)কে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারা দুজন উপজেলার লেহেম্বা ইউনিয়ের পদমপুর গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে ও মেয়ে। গত শুক্রবার ১ আক্টোবর বিকালে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা নিজে গিয়ে ওই প্রতিবন্ধী দুজনকে দুটি হুইলচেয়ার তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসেন। এ সময় সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে চলাফেরায় একেবারে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুলাল ও মনোয়ারা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবা বেঁচে নেই। বড় ভায়ের সংসারে মাকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে নিদারুন কষ্টের দিনগুলো। এমতাবস্থায় হুইলচেয়ার কেনার মত আর্থিক সামর্থ্য তাদের ছিলনা। গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুলাল ভ্যানযোগে ইউএনও স্টিভ কবিরের নিকট এসে তাদের দুই ভাই বোনের দীর্ঘদিনের সমস্যা পরিবারের অভাব এবং হুইলচেয়ারের বিষয়টি বলেন। তাঁর কথা শুনে ইউএনও ওইদিন রাতেই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন।পরদিন শুক্রবার বিকালে এসিল্যান্ডের দ্বারা চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন। হুইলচেয়ার পেয়ে দুলাল, তার মা এবং তার বড় ভাই ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন। এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, শাররীক প্রতিবন্ধী দুলাল ইউএনও স্যারের সাথে কথা বলেন, এবং স্যার তার কথা শুনে একদিন পরেই একেবারে চলাচলে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুই ভাই বোনের জন্য দুটি হুইলচেয়ার কেনেন। আমি স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। তারা ভাই-বোন এখন থেকে এই হুইলচেয়ারের মাধ্যমে বাড়িসহ আশপাশে চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন, আমি চেয়ার দুটি দিতে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।