দেবীদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে মো. আফসার উদ্দিন রানা( ১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনির সকাল সাড়ে ১০ বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন ।
স্থানীয় এলাকার সুদন সরকার জানান,শুক্রবার রাত ১১ টায় দেবীদ্বার ফাজিল মাদ্রাসার উত্তর পাশের খোলা মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুৎ এর তার গুছাতে গিয়ে রানা বিদ্যুৎপৃষ্টে হলে স্থানীয়রা উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডিউটিরত ডা.মোহাম্মদ ইব্রাহিম হোসেন তাকে মৃত ঘোষনা করেন। পরে শনির ভোর সকালে নিহতের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলা গুন্জর গ্রামের বাড়িতে নিয়ে য়ায়। সে মুরাদনগর উপজেলার গুন্জর গ্রামের মৃত. জাহাঙ্গীর আলমের ছেলে এবং কোম্পানিগন্জ বদিউল আলম ড্রিগী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার পিতা মৃত জাহাঙ্গীর আলম দীর্ঘ দিন দেবীদ্বার থাকায় দেবীদ্বার সরকার বাড়ির পাশে বাড়ি করেন। দেবীদ্বার পল্লী বিদুৎ সমিতি -১ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান বলেন- এ বিষয়ে কেউ অবগত করেনি, তবে শীতের মৌসুমে রাতের বেলায় বিদ্যুৎ এর খুটি থেকে কেউ যদি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোক করে ব্যাডমিন্টন খেলাধুলা করে তা জানতে পারলে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।