দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়নের ধারা ব্যাহত হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাই দূর্নীতি প্রতিরোধে আগে নিজেকে বদলাতে হবে পাশাপাশি রাজনৈতিক স্বদিচ্ছা এবং আমলাদের সৎ হতে হবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’-এ শ্লোগানকে সামনে রেখে ‘আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ওই বক্তব্য তুলে ধরেন।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মো. নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সুফিয়া বেগম, মো. তমিজ উদ্দিন, মো. রুহুল আমিন মাষ্টার, ভিপি ময়নাল হোসেন, আওলাদ হোসেন মুরাদী, আব্দুল কাইয়ুম, মো. রেজাউল করিম, শিক্ষার্থী নওসিন নোভা প্রমূখ।
আলোচকরা বলেন, দূর্নীতি প্রতিরোধে নিজের ইচ্ছা শক্তিই যথেষ্ঠ। দূর্নীতি রোধে দেশে দেশে আইন আছে প্রয়োগ নাই, দূর্নীতি প্রতিরোধে সংস্থা আছে, কার্যকরী ভ‚মিকায় নেই। কিন্তু বিকৃত মানষিকতায় গড়ে উঠা সুযোগ সন্ধানীরা অশুভ রাজনৈতিক প্রভাবে এবং দূর্নীতিবাজ আমলাদের সহযোগীতায় এসবের তোয়াক্কা করছেনা।
বক্তারা আরো বলেন, দূর্নীতির দায়ে দেশে দেশে স্বৈরশাসকগুলোর পতন হচ্ছে। তাই দূর্নীতি প্রতিরোধে তরুণ, কিশোর ও যুবদের দূর্নীতি বিরোধী মানষিকতায় গড়ে তুলতে হবে। তাদের প্রকৃত শিক্ষায়,মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে।
আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এবং মানব বন্ধনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি খন্দকার নুরুজ্জামান বিপ্লব। মানববন্ধন ও আলোচনা সভায় দুদকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মকর্তা, সংবাদকর্মীবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।