যুগরত্ন সাংবাদিক সম্মাননা-২০২৪ সালের সারা দেশের মনোনীত ১১ সাংবাদিকদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ)।
১২ ডিসেম্বর( বৃহস্পতিবার) রাত সাড়ে টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
এ ১১ জন মনোনীত সাংবাদিকদের মধ্যে কুমিল্লা দেবীদ্বার উপজেলার দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষায়ক গবেষক ও শীর্ষ নিউজ পোর্টাল দেশের ঘটনার প্রকাশক, এ বি এম আতিকুর রহমান (বাশার) এর নামও প্রকাশ করা হয়েছে। সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার! তিনি ১৯৭৬ থেকে ২০২৪ সাল ৪ চার যুগ সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রাখায় যুগরত্ন সাংবাদিক সম্মাননা অর্জন করেছেন।
উল্লেখ্য তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে এ বছর ১১ জনকে সম্মাননা দিতে কক্সবাজারে আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ উপলক্ষে
আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু।
এ ক্যাটাগরীতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন- হাসানুর রহমান ঝন্টু, বাংলাদেশ প্রতিদিন, বরগুনা, আহাদ চৌধুরী তুহিন, এটিএন বাংলা, ভোলা, দুলাল সাহা, যমুনা টেলিভিশন, ঝালকাঠি, আবুল হোসেন আজাদ, দৈনিক খবর, ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি, সম্পাদক ও প্রকাশক, দৈনিক মৈত্রী, বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী, দ্যা নিউজ টুডে, কক্সবাজার, এবিএম আতিকুর রহমান, দৈনিক কালেরকন্ঠ, দেবীদ্বার, কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দৈনিক যুগান্তর, সাতকানিয়া, চট্টগ্রাম, বিমল কুমার সাহা, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ, ঝিনাইদহ, শ্যামল দাস, দৈনিক জনকণ্ঠ, নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকন্ঠ,চকরিয়া, কক্সবাজার।
সংগঠনের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ‘যুগরত্ন সাংবাদিকদের’ আগামী ২২ ডিসেম্বর রবিবার বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণের আয়োজন করা হয়েছে। এছাড়াও এবছর দেশ সেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্য থেকে ২০জনকে শিক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করা হবে।
এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।