তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মোহাম্মদ গোলাম আজম এর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
১৭ ডিসেম্বর(মঙ্গলবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম-সচিব (প্রশাসন) মোহাম্মদ গোলাম আজম।
তিনি জানান,অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল নম্বর(০১৮১২০০৮৬৩৯) ক্লোন করে বিভিন্ন লোকজনের কাছে যুগ্ম সচিব(প্রশাসন) পরিচয়ে টাকা দাবি করেছে। বিষয়টি নজরে আসার পর তিনি সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্য সতর্কমূলক বার্তা প্রদান করেছেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মোহাম্মদ গোলাম আজম আরও জানান,এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। এছাড়া সবাইকে তথ্য আদান- প্রদান ও লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।