বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ভাষা শিক্ষায় আগ্রহী এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করলে দেশের অর্থনীতিতে প্রবাসীরা আরো বেশী রেমিটেন্স যুক্ত করতে পারবে। কারন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধানখাত হিসেবে বৈদেশীক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের ১৭০ টি দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশী কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। তারা নিজ দেশের ভাষা, সংস্কৃতি এবং মূল্যবোধকে বর্হিবিশ্বে তুলে ধরার পাশাপাশি রেমিটেন্স প্রেরন করে দেশের অর্থনীতির ভীতকে মজবুত করছে।
বুধবার দুপুর ১২টায় দেবীদ্বারে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন উপলক্ষে দেবীদ্বার ইউএনও’র সভাকক্ষে আয়োজিত উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবসের আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ওই বক্তব্য তুলে ধরেন।
উপজেলা একাডেমী সুপার ভাইজার মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ভিপি মো. ময়নাল হোসেন, উপজেলা ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার মোসাম্মৎ শিমুলী আক্তার প্রমূখ।