মাদক নয় চাই সুন্দর জীবন,এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বারে গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন ও ভিংলাবাড়ী যুব সমাজের উদ্যোগে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার পৌরসভা ২ নং ওয়ার্ড দক্ষিণ ভিংলাবাড়ী কাদির মিয়া বেপারীর বাড়িতে
গোমতী মাদক বিরোধী সংগঠনের সদস্য জুম্মান আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল আমিন আমানতের সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এলাকার প্রায় শতাধিক অসহায় এবং দরিদ্র শীতার্ত পরিবার ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম ইমরান হাছান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউসার আহমেদ মোল্লা,সহ সভাপতি ইব্রাহীম খলিল,সহ সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক নিজামীসহ, সুমন সরকার, সোহেল আহমেদ, নাজিমুদ্দিন কবি, আমির হোসেন, মনির হোসেন, আরফিন শুভ,ওমর ফারুক, মামুনুর রশিদ রুবেল মাস্টার, ফয়েজুর রহমান, বিল্লাহ হোসেন প্রমুখ।