বাবার ইচ্ছা পূরনে ৬ মাসেই পবিত্রগ্রন্থ আল- কুরআন হিফজ করেন মো. হোসাইন আহমেদ। সে কুমিল্লা দেবীদ্বার উপজেলার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৯ বছরের শিক্ষার্থী ও বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রী ঠিকাদার মো. মামুন মিয়ার পুত্র। তার এ অর্জনে মাদ্রাসার কতৃপক্ষ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তাকে পাগড়ী পরান। এতে বাবার উৎসাহ ও তার দুই ওস্তাত হাফেজ মনজুর আহমেদ ও হাফেজ রিফাত হোসেন এর রয়েছে কৃতিত্ব। মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল জব্বার জানান,গত এক বছর আগে হোসাইন আহমেদ বড়কান্দা আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেনীতে গোমতী কিন্ডার গার্ডেন এসোসিয়েশন থেকে ট্যালেন্টপুলে লাভ করেন। পরে তার বাবার ইচ্ছা পূরনে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। হাফেজ মো.হোসাইন আহমেদ এর এমন অর্জনে বাবাসহ পুরো পরিবার মুগ্ধ।