গোপালগঞ্জ : প্রতিনিধি //
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে ঝিক ঝাঁক করতে গিয়ে বিপ্লব শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) রাতে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবক বিপ্লব শেখ কাশিয়ানী উপজেলার বরাশুর উত্তরপাড়া গ্রামের হেমায়েত হোসেন (হিম) শেখের ছেলে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, বিপ্লব শেখ ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে সাজোড়ে ধাক্কা খেলে মারাত্মক আহত হয় বিপ্লব। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তিনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।