কুমিল্লার দেবীদ্বারে শতাধিক অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার (২২ জানুয়ারী) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন বড়আলমপুর গ্রাম ও সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের প্রায় শতাধিক দুস্থ্য অসহায় দরদ্রি নারী- পুরুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সুবিল ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভ‚ইয়া, দেবীদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন সরকার, বিশিষ্ট সমাজ সেবক মো. নজরুল ইসরাম, ইঞ্জিনিয়ার মাহবুব হাসান ভ‚ইয়া, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মো. সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, ঠিকাদার মনিরুল ইসলাম প্রমূখ।