কুমিলার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাজাসহ ২জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার গেšরনদী উপজেলার লেবুতলী গ্রামের জলিল বেপারীর ছেলে সাইয়িদ বেপারী(২৮) এবং কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলার নাগাইস গ্রামের মৃত আব্দুল বারেক মিন্টুর ছেলে মোঃ শিমুল(৩৮)। মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।