সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে ২ সন্তানসহ বিষপানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষপানে নিহত ২ সন্তানের জননীর নাম আখি আক্তার। বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে নিজ বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায় । আনুমানিক ৯ টার দিকে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী আখিঁ আক্তার সহ তার ২ ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া ( ৫) ঘরের ভিতর মৃত্যু যন্ত্রণায় চটপট করছে। এসময় ছেলে সিয়াম জানান তার মা প্রথম বিষ খায় পরে তাদেরকে ও বিষপান করিয়েছে। কথা জানতে পেরে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। এদিকে শামসুল ২ সন্তান কে দিরাই হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এখন তাদের অবস্থা ভাল বলে জানান। স্থানীয়রা আরো জানান, পারিবারিক কলহের জেরেই বিষপান করেছে আখি। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে একজনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।