দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারগোমতী নদীর ব্রীজের নিচে আছমত আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত আছমত আলী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকক্তলা গ্রামের নয়া বাড়ির মৃত: হামিদ আলীর পুত্র। সে পেশায় তজবি ও আতর বিক্রেতা ছিলেন।
নিহতের ছোট ছেলে আল- আমিন জানান, আমার বাবা দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বড় বোন পারভীন আক্তারের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই দেবীদ্বার পৌর এলাকার শিবনগর গোমতী নদীর ব্রীজের নিচে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার। ছবি দেখে চিনতে পারি নিহত ব্যাক্তি আমার বাবা। নিহতের মেয়ে পারভীন আক্তার জানান, আমার বাবা প্রায় ২০ দিন পূর্বে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তিনি শারিরীকভাবে অসুস্থ্য প্রায় দিন ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করেন, আজ সকালে নাস্তা খাওয়ার জন্য বাবাকে খুঁজতে যেয়ে দেখি তিনি ঘরে নেই। ভাবলাম মসজিদে গেছেন, বিলম্ব হওয়ায় খোঁজতে থাকি। পরে জানতে পারি বাবার লাশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সকালে সংবাদ পেয়ে গোমতী নদীর উপর শিবনগর ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার করি। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেন।