গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে রাত পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তারা মিয়া (৩৮) ও পিকআপ ভ্যানের হেলপার অজ্ঞাত (৩০) নিহত হয়েছেন। তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।জানা গেছে, শনিবার রাত সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপের হেলপার অজ্ঞাত ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজীবাহী পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছন থেকে আসা ঢাকাগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যান চালক। এছাড়া রাত সোয়া ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাসড়কের সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস’লেই চালক তারা মিয়ার (৩৮) মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ সাংবাদিকদের বলেন, হাইওয়ে থানা পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।