সুনামগঞ্জ প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের হাওরে বজ্রপাতে নিজাম উদ্দিন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকৈর গ্রামের সাক্কর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ছাতল বিলের পাড়ে কাজ করছিলেন দিনমজুর নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। পরিবারের মতামতের ভিত্তিতে নিহতের দাফন হবে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।