পরিবার ও বিদ্যালয়ের উপযুক্ত ও আদর্শিক শিক্ষাই শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার আগামী ভবিষ্যৎ। চলমান সমাজ ব্যবস্থায় মাদক, সন্ত্রাস, মোবাইল আসক্তি ও অপরাধ প্রবনতা থেকে মুক্ত রাখতে অভিভাবক ও পরিবারের নজরধারী জরুরী। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং মনন বিকাশে খেলঅধূলা, শারিরীক কষরত, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে অনুপ্রানীত করতে হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত দেবীদ্বার এ,কে,এম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম তার বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন’র সভাপতিত্বে এবং রিয়াদ রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোরের পাড় আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন ফারহানা, সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমাান, প্রসঝ্জিত সাহা, সুষমা দাস প্রমূখ। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।