দেবীদ্বার প্রতিনিধিঃ
সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকরের দাবীতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ইউছুফপুর নিউ মার্কেট বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিক্ষোভকারীরা ২৪শের বাংলায় ধর্ষকের ঠাই নাই, দঁড়ি লাগলে দঁড়ি নে ধর্ষককে ফাঁসি দে, তুমি কে আমি কে আছিয়া আছিয়া এমন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে।
বিক্ষোভে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, দেবীদ্বার উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু আল কাউছার, ইউছুফপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ করিম, ইউছুফপুর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম সুজন, ইউছুফপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশিকুর রহমান বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাসুম রানা, ছাত্রদল নেতা রিফাত নুর ও মোঃ জিসান।
বক্তব্যে বলেন, শত শত প্রাণের বিনিময়ে ও রক্ত দিয়ে আমরা ২৪ শের স্বাধীনতা পেয়েছি। ২৪ শের বাংলায় কোন ধর্ষকের ঠাই হবে না। সারাদেশে চলমান ধর্ষণ এর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করতে দাবি জানান। যদি আমাদের দাবি না মানা হয় আমরা গণ-অভ্যুত্থানের মত সারা দেশে আবারো ধর্ষণ বিরোধী বিক্ষোভ এর ডাক দিবো।