দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন শাখার ১নং ওর্য়াড ধলাহাস বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (২১ মার্চ) বিকালে ইউনিয়নের ধলাহাস মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সি।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেবীদ্বার পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান কবির আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক আহব্বায়ক নুরুল ইসলাম রিপন মোল্লা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম ভুইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান, উপজেলা যুবদল নেতা আসলাম সরকার, ইউনিয়ন যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ ফরহাদ, মোঃ রাসেল-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পূর্ণবাসনের কোন সুযোগ নেই। আগে জুলাই গণহত্যার বিচারের আওতায় আনতে হবে। বিএনপি দেশের সাধারণ জনগণের রাজনীতি করে। বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার প্রার্থনা করেন।
Notifications