গত দেড় দশক সময় ধরে ইসলামিক যে পড়াশোনা আমাদের মাদ্রাসাগুলোতে হয়েছে, সেগুলো দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হত। আলেম ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। জাতীয় পর্যায় থেকে স্থ্নীায় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় তাদেরকে শিকার করা হয়েছে। আমরা আপনাদের প্রতিশ্রতি দিতে চাই, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরী করতে পেরেছি। দেশী বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধর্মীয় যে লোকগুলো রয়েছি তারা ধৈর্য্যরে পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উস্কানী আমাদের সব সময় আমাদেরকে দেয়া হয়েছে, সাম্প্রদায়িক উষ্কানিতে আমাদের সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখেছি ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাব। বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় নাগরিক পার্টি’র উদ্যোগে এবং হাসনাত আব্দুল্লার তত্বাবধানে, জুলাই গণঅভ্যুত্থান শহীদ-আহত পরিবার,ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমজীবী, ওলামায়েকেরাম ও বিশিষ্ট নাগরিকদরে সম্মানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। তিনি তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ দেবীদ্বার আসন নিয়ে বলতে যেয়ে আরো বলেন, কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেবীদ্বারকে ‘জাতীয় নাগরিক পার্টি’র আসন হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আশা করব আপনাদের সাথে নিয়ে দেবীদ্বার আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলব। গত ৭ মাসে দেবীদ্বারের অনেক পরিবর্তন হয়েছে। দির্ঘ দেড় দশক সময়ের চেয়ে অনেক পরিবর্তন করেছি। ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আরো সৃষ্টিশীল উন্নয়নের ধারায় নিয়ে যাব। আমরা আমাদের প্রতিশ্রæতি অনুযায়ী বাংলাদেশকে ন্যায়, সাম্য সামাজিক সুবিচারের রাস্ট্র হিসেবে কায়েম করব। জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সভাপতিতে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম, বিএনপি কুমিল্লা (উঃ) জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী, অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমূখ। আলোচনা শেষে হিফজুল কোরান প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাসনাত আব্দুলাহ নিজ হাতে।
Notifications