শফিউল আলম রাজীব,
দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ০৪ ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) পৌর সদরের ডায়না রেস্তোরাঁয় ব্যাচের অর্ধশত বন্ধুদের অংশগ্রহণে ওই ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ০৪ ব্যাচের প্রিয় মুখ বরুণ চন্দ্র দে এর সভাপতিত্বে এবং শফিউল আলম রাজীবের সঞ্চালনায় ব্যাচের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মিলনমেলায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মোঃ ইব্রাহীম, মোঃ ওয়াজেদ আলী শহিদুল হক মুন্না, মোঃ রাসেল, কাইয়ুম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে জনকল্যাণে অনেক কাজ করাই সম্ভব। আমরা এসএসসি ০৪ ব্যাচের মাধ্যমে শুধু মিলন মেলাই নয় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারি। উল্লেখ্য যে, ০৪ ব্যাচের এক বন্ধুর মৃত্যুতে বন্ধুদের সহযোগিতায় ১লক্ষের অধিক টাকা অর্থ সহায়তা নিয়ে বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ০৪ ব্যাচের শিক্ষার্থীরা। এই ধারা অব্যাহত রেখে আগামীদিনগুলোতে সামাজিক কর্মকাণ্ডেও অবদান রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
Notifications