আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে রুখসানা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যার পর তাঁর স্বামী হবিবুর রহমান (৬০) থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন। বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
হবিবুর রহমান হলেন উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামের মৃত আছিরউদ্দীনের ছেলে।
স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাণীশংকৈল সার্কেল এসপি তোফাজ্জল হোসেন, পিবি আই সহকারি পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম ও সিআইডি’র এস আই মিল্লাত হোসন।
হবিবর রহমানকে রাণীশংকৈল থানা পুলিশ আটক করে রুখসানা বেগমের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এবিষয়ে থানা পরিদর্শক (তদন্ত)
আব্দুল লতিফ শেখ জানান মৃত রুকসানার বড় ভাই নুরুল ইসলাম বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানাকে ঘুম থেকে জাগালে, স্বামী- স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রুখসানার মৃত্যু হয়। তাঁদের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে। ২ মেয়ের বিয়ে হয়। ১ মেয়ে দিনাজপুর হাজী দানেশ কলেজে অধ্যায়রত। ২ ছেলে চাকরির সুবাধে ঢাকায় থাকেন।
গতকাল মঙ্গলবার রাতে তাঁদের বাসার একটি কক্ষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে হবিবর রহমান একটি সাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন। এর দেড় ঘন্টা পর তিনি থানায় গিয়ে হাজির হন। পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করেছি, আপনারা তাঁর লাশ উদ্ধার করেন।’ তখন পুলিশ তাঁকে আটক করে ঘটনাস্থলে যান। সেখানে একটি কক্ষে খাটের ওপর ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান- নিহত রুখসানার মাথার ডান পাশে কানের উপরে রডের সাবল দিয়ে আঘাত করার কারণে তিনি মারা যান। ঘাতক নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মৃত রুকসানা বেগমের ভাই তৈয়মুর রহমান মেয়ে হাসিনা জানায় হবিবর রহমান কিছু দিন যাবত মানুষিক রোগী ছিলেন। কিন্তু তারা মানসিক রোগের বিষয়ে কোন চিকিৎসকের কাগজপত্র দেখাতে পারেনি
এবিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ওই গৃহবধূর স্বামী দাবি করেছেন নামাজ পরার কথা বলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মাথায় সাবল দিয়ে আঘাত করেন। এতেই গৃহবধূ রুখসানা মারা যায়। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করা হবে।