মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বড় চাচির পরকিয়ার প্রতিবাদ করায় রামদা দিয়ে এসএসসি পরিক্ষার্থীর ডান হাত কেটে নিয়েছে চাচাতো ভাইয়েরা। এসময় ছেলের পাশাপাশি বাবাকেও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। আহতরা হলেন, উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদি গ্রামের মৃত মতি মোল্লার ছেলে মানিক মোল্লা (৪২) ও তার ছেলে জাহাপুর কে.কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী জিহাদ মোল্লা (১৬)।
বুধবার বিকেলে উপজেলার জাহারপুর ইউনিয়নের বল্লভদি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে প্রবাসি আক্তার মোল্লার স্ত্রী মরিয়ম বেগমের মোবাইল ফোনে কথা বলা নিয়ে ছোট ভাই মানিক মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। তার কিছুদিন পরে পরকিয়ার অপবাদ দিয়ে আক্তার মোল্লার স্ত্রীর ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। তারই জের ধরে বুধবার বিকেলে মানিক মোল্লার সাথে তার ভাতিজা সোহাগ ও জাহিদ হাসানের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় আক্তার মোল্লার ছেলে জাহিদ রামদা দিয়ে মানিক মোল্লার মাথায় কুপ দেয়। পরে আবারো কুপদিতে গেলে বাবাকে বাঁচাতে হাত পেতে দেয় এসএসসি পরিক্ষার্থী জিহাদ। জাহিদের রামদায়ের কুপে ঘটনাস্থলেই জিহাদের ডান হাতের কব্জি আলাদা হয়ে যায়। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে গুরুত্বর আ্হত অবস্থায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।