আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দাফনের সাড়ে ৩ মাস পর হোসেন আলী (৭৮) নামের এক ব্যক্তির কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাঙ্গুয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। জানা যায়, চলতি বছরের ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলী নাতি রুহুল আমিনের বাসার বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে মৃত্যুর কিছু দিন পর ৩ জুলাই নিহতের মেয়ে মাহমুদা খাতুন বাদী হয়ে ঠাকুরগাঁও আদলতে একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ১০অক্টোবর রানীশংকৈল থানা পুলিশ হোসেন আলীর মরদেহ উত্তোলন করে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল বলেন, আদালতের নির্দেশে দাফনের সাড়ে ৩ মাস পরে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করা হয়ছে। সেই সঙ্গে মরদেহ মর্গে পাঠানো হয়।