(বরগুনা) প্রতিনিধি //
বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়ায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাছচাষি মো. ফারুক মোল্লা । বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা মো. ফারুক মোল্লা। ঘটনাটি ০৯ অক্টোবর শনিবার দিনে ঘটে। ঘেরের মালিক মো. ফারুক মোল্লা জানান, গত কাল শনিবার আমার মৎস্য ঘেরে মো. আবু কালাম ও রিপন পূর্বশত্রুতার জের ধরে তাঁর মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগ করা। আমি নিষেধ করলে নিশাত নামে নেই অতিরিক্ত বিষ প্রয়োগ করে। তাতে আমার প্রায় ১০ লক্ষ টাকার মাছ মারা যায় এবং যেই মাছ আছে তাও ভেসে উঠেছে। স্থানীয়রা জানান, ফারুক মোল্লা মাছের ঘের থেকে আনেক গুলো মরা মাছ তুলেছি ঔই মাছগুলো বাজারজাত করা সম্ভব হয়নি যার বাজরা মূল প্রায় লক্ষ টাকার উপর হবে। স্থানীয় ইউপি সদস্য,মো. নিজাম মির জানান ফারুক মোল্লা আমার কাছে এসে নালিশ করে গিয়েছেন এবং মাছ দেখেছি। এবং আমি বলেছি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ও মৎস্য কর্মকর্তাকে জানাতে বলেছি।