জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আতাউর রহমান নয়ন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন মো. লিটন মোল্লা নামের একজন। সোমবার (১১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের ডাকাত বললেও পুলিশ বলছে চোর। নিহত আতাউর দৌলতপুর উপজেলার খলিশি এলাকার বাসিন্দা। আহত লিটন সদর উপজেলার নিতরার বাসিন্দা। গ্রামবাসী জানান, রাতে আটুল সাহার বাড়িতে পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল ঢুকে পড়ে। ডাকাত সদস্যরা ওই বাড়ির নারীসহ তিনজনকে মারধর করে লুটের মাল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হন। মালামাল নিয়ে কয়েকজন পালিয়ে যেতে পারলেও দুজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে আতউর রহমান ঘটনাস্থলে মারা যান এবং লিটন মোল্লা আহত হন। তবে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, চুরির উদ্দেশ্যে তিনজন মিলে ওই এলাকার একটি বাড়িতে যায়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হন ও আরেকজন আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।