1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশবাড়ীতে সাসেক প্রকল্পে ফুটপাত বেদখল: ভোগান্তিতে সর্বস্তরের মানুষ গাইবান্ধার সাবেক এমপি শাহ সরোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার খেলাধুলা ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে- সফিকুর রহমান কুমিল্লায় বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু দেবীদ্বারের মানষিক ভারসাম্যহীন পাগলি ও তার নবজাতকের ঠিকানা সরকারি আশ্রয় কেন্দ্র কুমিল্লায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন নাহিদ দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০৫ শিক্ষার্থী কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২

“তুমি যে জলের জলতরঙ্গ”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে
                     ……. মনির হোসেন জাদু ।
স্রোতের আবর্তে জোয়ার ভাটায় ঘুরছে একাকার মহা জলরাশি,
গাঁয়ের মেঠো পথ থেকে তোমার গলি,
গলি থেকে রাজপথ কোথাওনা কোথাও মিলেছে  সভ্যতার মহাসড়ক!
নোনা জলে ভাসে দু’নয়ন- আজ আমার কাল তোমার!
আমি সেই ‘কুমার’ নদের অতলে স্রোত;তুমি যার জলতরঙ্গের ঢেউ,
আমি সেই আকাশ সুনীল;যেথায় তোমার পাখির মন মেঘ হয়ে দিগন্তে উড়াল!
আমি সেই সময়ের প্রিয়জন যার হাতে মুছিয়ে নিতে অভিমানের অভিসারের অশ্রুসজল!
সময়ের আবর্তে দিন মাস বছর পেরিয়ে বিরামহীন উলটপালটে মহাকালের বালুঘড়ি!
জনারণ্যের মেলায় পথ হারিয়েছে যে শিশু; বেলা শেষে সেও নিঃসঙ্গ দিগ্বিদিক পথ হাতড়ে বেড়ায় জলভরা চোখে!
কোলাহল মুখর আলোকোজ্জ্বল রজনীর আতশবাজির প্রতিধ্বনিতে আমি এক বধির !
মানুষের ভিড়ে আমি নিঃসঙ্গতায় নিজেকে লুকাই!
শেষ রজনীর উল্লাসের উচ্ছিষ্ট স্তুপে আমার জলভরা চোখ বাহারী আলোতে খেলে যায়!
আমি সেই সময়ের প্রিয়জন যার হাতে মুছিয়ে নিতে অভিমানের অভিসারের অশ্রুসজল!
উচ্ছল কিশোরীর নুপূর পথের ধুলায় রাঙিয়ে যায়!
মৌনতায় এক কিশোর পিছুপিছু সজাগ পথচলে-
দিগন্তের কাছে চিৎকার করে প্রতিধ্বনিতে কাঁপিয়ে বলতে চায়,” হে মহাকাল থমকে যাও,হে সূর্য আঁধারে ডুবে যেয়ো না”!
সন্ধ্যা আবীরে ঢেকে যায় চরাচর !
ঘাটের নদে পা ধুয়ে, হাতেহাত রেখে বাড়ির পথ ধরে!
কালের আঁধারে মিশে গিয়ে আলোকোজ্জ্বল রজনীতে সে বাঁধন খুলে যায় চিরতরে!
আমি বিরহ-মিলনের সেই ‘কুমার’ নদের ঘাটে আজও স্মৃতিবিস্মৃতির অতলে ডুবে থাকি!
আমার চোখের জল কেউ মুছে দেয়না,কেউ কখনো মুছেনি!
আমি সেই নদের অতলে বয়ে চলা এক ধীর স্রোত;অধীর আনন্দঘন জীবনে আজ তুমি অস্হির জলতরঙ্গের ঢেউ!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০