মোঃ সোহেল রানা দেবীদ্বার-প্রতিনিধি //
মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কুমিল্লার দেবীদ্বারে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা আন্দোলন কমিটি গঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সূধী সমাবেশে ‘মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়ীকতা রুখে দাড়াও- ৭২’র সংবিধান পূণঃপ্রতিষ্ঠা করো’ এ- শ্লোগানকে সামনে রেখে অনীল চক্রবর্ত্তীকে আহবায়ক ও এবিএম আতিকুর রহমান বাশারকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ওই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আন্দোলন কমিটি গঠন করা হয়। বক্তারা কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে উগ্র ধর্মান্ধ মৌলবাদী জঙ্গী গোষ্ঠী কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুর, চট্রগ্রাম, বাশখালী, কক্সবাজার, সিলেট, কুলাউড়া সহ সারা দেশে যে হামলা- তান্ডব চালিয়ে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুপাট, অগ্নিসংযোগ করেছে তার তীব্র ও নিন্দা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বক্তারা আরো বলেন, এর আগেও পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার অজুহাতে রামু, নাছিরনগর, সাল্লা, মুরাদনগরের কোরবানপূর যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা একটি ঘটনার সাথে অন্যটি একই সূত্রে গাঁথা। তাই ‘মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়ীকতা রুখে দাড়াতে এবং ধর্মীয় উস্কানীমূলক সহিংস রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন ধর্মের অনুস্মারীদের ধর্মপালনে ৭২’র সংবিধান পূণঃপ্রতিষ্ঠা করার বিকল্প নেই। যা এখন সময়ের দাবী হিসেবে জাতির সামনে আয়না হয়ে দাড়িয়েছে। সভায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) উপজেলা সভাপতি অনিল চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দেবীদ্বার উপজেলা কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভ‚ঁইয়ার সঞ্চালনায় উক্ত সূধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামীলীগ দেবীদ্বার উপজেলা কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল ভ‚ঁইয়া, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদূদ, নিজেরা করি সংস্থা কুমিল্লা অঞ্চল সভাপতি আব্দুল জব্বার, রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের সংগঠক উজ্জল হাসান, ন্যাপ পৌর কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল মান্নান মনু মিয়া, ভ‚মিহীন সংগঠন রসুলপুর অঞ্চল সভাপতি মোঃ ফজর আলী মেম্বার, সাধারন সম্পাদক হান্নান মূন্সী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা সভাপতি মোঃ আবুল কাসেম, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা নেতা আব্দুল বাতেন সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা সাধারন সম্পাদক বিকাশ দাস, সহ-সভাপতি বিপ্লব পাল, সাংগঠনিক সম্পাদক রিপন দত্ত, যুবইউনিয়ন উপজেলা নেতা মোঃ বিল্লাল হোসেন, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা শফিউল আলম রাজীব প্রমূখ। সভায় নবগঠিত ৩১ সদস্যের উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আন্দোলন কমিটির সদস্যরা হলেন,- আহবায়ক- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) উপজেলা সভাপতি অনিল চক্রবর্ত্তী, সদস্য সচিব- বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সদস্য- আওয়ামী লীগ দেবীদ্বার উপজেলা কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভ‚ঁইয়া, আওয়ামীলীগ উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল আলম কামাল(ভিপি), বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদূদ, আওয়ামীলীগ উপজেলা কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল ভ‚ঁইয়া, ন্যাপ উপজেলা সাধারন সম্পাদক মমিনুর রহমান বুবুল মাষ্টার, ন্যাপ পৌর সভাপতি আলহাজ¦ আব্দুল মান্নান মনু মিয়া, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারন সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল বাতেন সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা সাধারন সম্পাদক বিকাশ দাস, সহ-সভাপতি বিপ্লব পাল, সাংগঠনিক সম্পাদক রিপন দত্ত, সদস্য বিকাশ কর, ভ‚মিহীন সংগঠন রসুলপুর অঞ্চল সভাপতি মোঃ ফজর আলী মেম্বার, সাধারন সম্পাদক হান্নান মূন্সী, আওয়ামীলীগ পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহববুর রহমান মূন্সী, ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, শিপলু খান, ভ‚মিহীন সংগঠন উপজেলা নেতা আব্দুল গফুর, আবুল হোসেন, সাফিয়া খাতুন, রোকেয়া বেগম, মনোয়ারা মেম্বার, রিপন চন্দ্র বর্মণ, তজু মিয়া, ন্যাপ উপজেলা নেতা মোঃ আলমগীর হোসেন, যুবইউনিয়ন নেতা মোঃ বিল্লাল হোসেন, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সাবেক সহ-সভাপতি সাংবাদিক শফিউল আলম রাজীব। সভায় আগামী ২৭ অক্টোবর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং৭২’র সংবিধান পূণঃপ্রতিষ্ঠার দাবীতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এক মানব বন্ধনের আয়োজন করার ঘোষণা দেন।