“মুজিববর্ষে পুলিশ নীতি জনসভা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার দেবীদ্বারে কমিউনিটি পুলিশিং ডে রেলি ও আলোচনা সভা শনিবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার থানা পুলিশের আয়োজনে এবং কমিউনিটি পুলিশিং দেবীদ্বার থানা সমন্বয় কমিটির সহযোগিতায়, থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান’র সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক ইখতার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সিনিয়র সার্কেল অফিসার(এএসপি) মোঃ আমিরুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং’র সভাপতি পিএম শহীদুল্লাহ পলাশ, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জীবন চন্দ্র দাস, এডভোকেট মাজহারুল হক মামুন, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল।
আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, পুলিশ জনতা জনতাই পুলিশ, পুলিশ প্রশাসন এবং জনগণ একত্রে মিলিত হয়ে কাজ করলে সকল অপরাধ দমন করা সম্ভব। রাজনৈতিক ব্যক্তিরা যদি কোনো দুর্নীতিবাজ কিংবা কোনো সন্ত্রাসীর পক্ষ নিয়ে প্রশাসনের কাছে অনুরোধ না করে তাহলে দুর্নীতি থাকবেনা বলেও মনে করেন বক্তারা। আমরা হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে ভাই ভাই হয়ে এই সমাজে বাস করব। কোথাও কোন ঘটনা ঘটলে বা অপরাধ সংঘটিত হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি শহীদুল্লাহ স্যারের হাত ধরে কমিউনিটি পুলিশের যাত্রা শুরু হলেও ১৯৭২ সালে বঙ্গবন্ধু পুলিশের এক সভায় প্রথম বলেছিলেন জনগণকে সাথে নিয়ে তোমরা কাজ করো, এই কমিউনিটি পুলিশ তারই বহিঃপ্রকাশ।