মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মুরাদনগরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিরতণ করা হয়। সোমবার দুপুরে কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসর ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহাম্মেদ, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি। সভা শেষে উপস্থিত যুবদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথি ও উপজেলা যুব উন্নয়ন কার্যলয় থেকে প্রশিক্ষণার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।