মোঃ মিঠুন ইসলাম,নাটোর প্রতিনিধি //
নাটোরের লালপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম, বিশেষ করে সবজির।
কৃষকেরা জানিয়েছেন,রবি মৌসুমের শুরুতেই আকস্মিক বৃষ্টিপাত এবং পোকামাকড়ের আক্রমণে ফসল হানির ঘটনা ঘটেছে।ফলে সবজি উৎপাদনে ধস নেমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।
বরিবার(১৪ নভেম্বর) লালপুর উপজেলার লালপুর বাজারসহ বিভিন্ন বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়,গত এক সপ্তাহের ব্যবধানে সবজি কেজিতে ৫থেকে ১৫টাকা পর্যন্ত বেড়েছে।
সবজি বাজারে গিয়ে দেখা গেছে,চিচিঙ্গা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০টাকা
বেগুন(দেশি)৪০ টাকা থেকে ৫০টাকা
কাঁচা মরিচ ৮০ টাকা থেকে ১০০টাকা।
বরবটি ৩০ টাকা থেকে ৪০ টাকা
গাজর ৮০ টাকা থেকে ১০০টাকা
বড় আলু ২৫টাকা থেকে ৩০টাকা
দেশি আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা
কাঁচা পেঁপে ১৫ টাকা
কাঁচা কলা ১৬ টাকা হালি
লেবু ২০ টাকা হালি
ফুলকপি ৬০ টাকা কেজি
বাঁধাকপি ৫০ টাকা কেজি
পটল ৩০ টাকা কেজি লাউ(মাঝারি)৪০-৫০ টাকা পিস
আদা ১০০ টাকা কেজি
শসা ৪০ টাকা কেজি,
কড়লা ৬০টাকা কেজি
পেঁয়াজ ৫৫-৬০ টাকা কেজি
রসুন ৪০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাউলের বাজার
মোটা চাউল ৪৫ টাকা কেজি
জিরা চাউল ৯৫টাকা কেজি
মিনিকেট চাউল ৬০ টাকা কেজি
অপরদিকে,চিনি ৮০টাকা ছোলা ৭০-৮০টাকা
মসুর ডাল ৯০ টাকা
মাস কলাই ১২০টাকা মুগকালাই১৩০টাকা,হলুদ(গুঁড়া)
এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল ১৫৫ থেকে বেড়ে ১৬০/১৭০টাকা
সোনালি মুরগি ২৫০ টাকা থেকে বেড়ে ৩০০টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। মুরগি বিক্রেতারা জানান এই প্রথম সোনালী মুরগী ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৩৫০ টাকা, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও ফার্মের মুরগির ডিম ৩৮-৪০ টাকা দেশি মুরগির ডিম ৪০ টাকা এবং হাঁসের ডিম ৪৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
লালপুর বাজারের মাছ বিক্রেতারা জানান,কোন কোন মাছের দাম কেজিতে ১৫টাকা থেকে ২০টাকা করে বেড়েছে । সিলভার কার্প ১৩০/১৩৫ টাকা,রুই মাঝারী ২৫০/২৭০টাকা,গ্লাসকার্প ১৮০/২০০ টাকা,পাঙ্গাশ ১৩০ টাকা,বড় চিংড়ি ১০০০ টাকা এবং শিং মাছ ৫০০টাকা,বড় ইলিশ ১৪০০/১৫০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বনানী দ্যুতি জানান,দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে দ্রুত বাজার মনিটরিং করা হবে। নির্ধারিত মূল্যের অধিক দাম যাতে কেউ নিতে না পারে সে লক্ষে অভিযান অব্যাহত থাকবে।