দেবীদ্বার //
দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে দেবীদ্বারে ‘মানবতার দেয়াল’ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে জেলা পরিষদের যাত্রী ছাউনিতে ওই ‘মানবতার দেয়াল’ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার হাসপাতাল ও ডায়াগনেষ্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক ও বাফুফ’র রেফারী ভিপি মোঃ ময়নাল হোসেন, অনলাইন প্রশিক্ষক মোঃ নাজমুল হাসান নাহিদ, মোঃ আলী হোসেন এবং আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র সংগঠক মোঃ নাহিদুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ অভি, মোঃ ফাহিম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ নাঈমুল ইসলাম নাঈম, মোঃ সোলেমান, মোঃ ওমর ফারুক প্রমূখ। দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ রক্তদানের পাশাপাশি আসন্ন শীতের প্রাদূর্ভাব থেকে অসহায় হত দরিদ্র ও ছিন্নমূল মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষায় এবং শীতনিবারণে শীতবস্ত্র বিতরণের লক্ষেই ‘মানবতার দেয়াল প্রতিষ্ঠা করা হয়েছে বলে আয়োজকরা জানান। সমাজের ধনাঢ্য ও হৃদয়বান ব্যক্তিদের ব্যবহারে অপ্রয়োজনীয় বস্ত্র অথবা দরিদ্রদের সহায়তায় দানকরা নতুন শীতবস্ত্রগুলো ‘মানবতার দেয়াল’ ঘরে রাখা হবে, এখান থেকে যাদের প্রয়োজন তারা এসে তাদের পছন্দমত শীতবস্ত্র নিয়ে যেতে পারবেন।