নিজস্ব প্রতিবেদক //
রবিবার বিকেলে উপজেলার রসুলপুর ফজর আলী মেম্বারের বাড়িতে ভূমিহীন সংগঠনের রসুলপুর ইউনিয়ন বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভূমিহীন সংগঠন আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ফজর আলী মেম্বারে সভাপতিত্বে এবং শান্তা আক্তার’র সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল, নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, ভ‚মিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি আব্দুল বাতেন সরকার, ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস,এ নিজাম সরকার, মোঃ শাহজাহান সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভ‚মিহীন নেতা আব্দুল হান্নান মূন্সী, রীমা আক্তার, নারী নেত্রী নাজমা বেগম, মোঃ শাহআলম, নুরসাত জাহান, মুক্তা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ লুটেরা, দূর্নীতিবাজ, ঘূষখুরদের নিয়ন্ত্রনে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান এখন কঠিন সংকটে, তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষ আজ দিশেহারা, ভ‚মিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর বরাদ্ধ আজ লুটেরাদের পেটে। গনতন্ত্রের ভোট আজ কালোটাকা, মাসেলবাহিনী, ভোট ডাকাত আর ঘূষখুর প্রশাসনের বাক্সে। চুরি, ডাকাতী, মাদক- সন্ত্রাস, যৌতুক- বাল্য বিয়ে- ইভটিজিং, জবরদখল, গুম- খুণ, ধর্ষণ, অপহরন, নারী নির্যাাতন বিচারহীন সংস্কৃতির লাল ফিতায় বন্ধী। ধর্মান্ধ মৌলবাদীদের আষ্ফালনে মুক্তিযুদ্ধের চেতনা কারারুদ্ধ, শিক্ষা ব্যবস্থায় মৌলবাদী জঙ্গীগোষ্ঠীর আচরে প্রকৃত শিক্ষা আজ উঠে গেছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে ধর্মান্ধ মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধসহ ৭২’র সংবিধান পুন প্রতিষ্ঠা করতে হবে। শ্রমজীবী মানুষ এবং বেকারদের কর্মসংস্থানসহ সাধারন মানুষের মুক্তির লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তণ এনে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা কায়েম করতে হবে।
সম্মেলনে মোঃ ফজর আলী মেম্বারকে সভাপ্রধান ও নাজমা বেগমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপ্রধান- মনোয়ারা বেগম, সহ-সাধারন সম্পাদক শিশু মিয়া, সাংগঠনিক সম্পাদক জবেদা বেগম, প্রচার সম্পাদক রুপ মিয়া, অর্থ সম্পাদক আছিয়া বেগম, সদস্য- আবু মুছা, মনি বেগম, রজব আলী, সেফালী রানী দাস, হাজেরা বেগম, রিপন বর্মণ।
সম্মেলনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার।
সম্মেলনের শুরুতে ভ‚মিহীন আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় গনসঙ্গীত এবং সম্মেলন শেষে নাটক ‘প্রতিবাদ’ পরিবেশন করা হয়।