ছলিম উল্লাহ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে আলোচনাকালে তার নির্বাচনী এলাকা করপাড়া ইউনিয়নের বিগত দিনের কেন্দ্র দখল, লাঠি বাহিনী, ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারাসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরলে জেলা প্রশাসক শতভাগ আন্তরিক মনোভাব নিয়ে বলেন- ‘চিন্তার কারণ নেই, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ভোট গ্রহণের সব ধরনের আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চিন্তে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করুন।’
অপরদিকে পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন। একই রকম কথা বলেন নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার নাজিম উদ্দিনও। তিনি প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন-‘কোনো কারচুপি হবে না, শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ছলিম উল্লাহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে ভোট করছেন। আলোচিত-সমালোচিত ৮ নং করপাড়া ইউনিয়নে এবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন সাধারণ জনগণ, ভোটার, প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও।